২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৪ পিএম ইরান ধীরে ধীরে তার সামরিক শক্তি আধুনিকায়নের পথে এগোচ্ছে। প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে দেশটি শুধু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই নয়, উন্নত যুদ্ধবিমানও সংগ্রহ করছে। এর সর্বশেষ পদক্ষেপ হলো রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক মিগ-২৯এস যুদ্ধবিমান গ্রহণ, যা আন্তর্জাতিক মহলে ইঙ্গিত দিচ্ছে ইরান বড় কোনো সামরিক প্রস্তুতির দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ইরানি সংবাদমাধ্যম দিদবান-এর বরাতে রুশ বার্তা সংস্থা তাস এই খবর প্রকাশ করে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিটির সদস্য আবোলফাজল জোহরেভান্দ নিশ্চিত করেছেন যে রাশিয়ার তৈরি এসব যুদ্ধবিমান ইতোমধ্যেই ইরানে এসে পৌঁছেছে এবং সেগুলো শিরাজ বিমানঘাঁটিতে রাখা হয়েছে। তার ভাষায়, মিগ-২৯এস যুদ্ধবিমানকে আপাতত "স্বল্পমেয়াদি সমাধান" হিসেবে দেখা হচ্ছে, কারণ তেহরান রাশিয়ার আরও উন্নত এসইউ-৩৫ যুদ্ধবিমান পাওয়ার অপেক্ষায়...