২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩১ পিএম দ্রুতগতিতে এগিয়ে চলা কৃত্রিম বুদ্ধিমত্তা ‘এআই’ এখন আর কেবল সহায়ক প্রযুক্তি নয়, বরং হয়ে উঠছে ভবিষ্যতের চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানের ‘এআই’ কে ছাড়িয়ে শিগগিরই আসছে ‘এজিআই’ (AGI – Artificial General Intelligence) , এমন এক প্রযুক্তি, যা মানুষের মতো চিন্তা করতে পারবে এবং অনেক ক্ষেত্রে মানব মস্তিষ্ককেও হার মানাবে। এখন প্রশ্ন হলো এআই ও এজিআই–এর পার্থক্য কী? বর্তমানে ব্যবহৃত এআই, যেমন, চ্যাটবট, ভয়েস অ্যাসিস্ট্যান্ট বা চিত্র বিশ্লেষণকারী সফটওয়্যার সবগুলোই একেকটি নির্দিষ্ট কাজে পারদর্শী। এদের বলা হয় Narrow AI। তবে AGI বা General AI হলো এমন বুদ্ধিমত্তা, যা মানুষের মতো যেকোনো কাজ শেখার, বিশ্লেষণ করার ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, এক কথায়, একটি মাল্টি-ট্যালেন্টেড মেশিন। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তারা...