রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান শাটডাউন কর্মসূচি ৭ দিনের জন্য স্থগিত করেছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নেতারা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে অফিসার্স সমিতির কোষাধ্যক্ষ মাসুদ রানা শাটডাউন প্রত্যাহারের ঘোষণা দেন। এ সময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম জানান, তাদের ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি চলবে। মাসুদ রানা বলেন, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে অফিসার্স সমিতির দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেখানে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলে ৭ দিনের জন্য শাটডাউন স্থগিত রাখা হয়েছে। তবে নির্ধারিত সময়ে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আবদুল আলীম বলেন, শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তিনি স্পষ্ট করে...