বর্তমানে পোষা প্রাণী হিসেবে কুকুর-বিড়ালের দেখাই বেশি পাওয়া যায়। প্রথম কবে মানুষ পোষা প্রাণী রাখতে শুরু করেছে, তা স্পষ্টভাবে জানা যায় না। তবে প্রত্নতাত্ত্বিকদের বিশ্বাস, প্রায় ৩০ হাজার বছর আগে থেকে মানুষ কুকুরকে পোষা প্রাণী হিসেবে লালন–পালন করে আসছে। সময়ের সঙ্গে সঙ্গে পোষা প্রাণীর তালিকা বড় হয়েছে। হাঁস-মুরগি ও কুকুর-বিড়ালের পাশাপাশি এখন মানুষ বিভিন্ন রকম প্রাণী ঘরে লালন–পালন করে। ওয়ার্ল্ড অ্যানিমেল ফাউন্ডেশন ও পেটমোজো ডটকমের আলোকে বিশ্বের সবচেয়ে বেশি জনপ্রিয় পোষা প্রাণী সম্পর্কে জেনে নেওয়া যাক। বিশ্বজুড়ে কুকুর সবচেয়ে জনপ্রিয় পোষা প্রাণী। ইউরোমনিটরের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে বিশ্বজুড়ে প্রায় ৪৭ কোটি ১০ লাখ পোষা কুকুর ছিল। আর ওয়ার্ল্ড অ্যাটলাস বলছে, পুরো পৃথিবীতে কুকুরের সংখ্যা আনুমানিক ৯০ কোটি। মালিকের প্রতি অবিচল নিষ্ঠা ও ভালোবাসা কুকুরকে করে তুলেছে মানুষের সঙ্গী। এ জন্যই...