ভারতে পালিয়ে থাকা আরও চার আওয়ামী লীগ নেতার খোঁজ মিলল। ভারতীয় সংবাদ ওয়েবসাইট স্ক্রল ইনের আজ ২৪ সেপ্টেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে আওয়ামী লীগ সংশ্লিষ্ট চার নেতার নাম প্রকাশিত হয়েছে। সে প্রতিবেদনে সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমানে ভারতে পালিয়ে থাকা হাবিবে মিল্লাত জানিয়েছেন ভারতে প্রায় এক হাজার আওয়ামী লীগ নেতা আশ্রয় নিয়েছেন। এদের অধিকাংশই কলকাতায় আছেন। গত আগস্টে বিবিসির একটি প্রতিবেদনে জানানো হয় কলকাতায় একটি ‘পার্টি অফিস’ খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়া ক্ষমতাচ্যুত এই পার্টির নতুন করে গুছিয়ে ওঠার এই চেষ্টার প্রতিক্রিয়ায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দ্রুত এটা বন্ধের জন্য পদক্ষেপ নিতে অনুরোধ করে ভারতকে। এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেছেন, ভারত সরকার ভারতীয় ভূমি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেয়...