টঙ্গীর সাহারা মার্কেটের কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে চিকিৎসাধীন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য নুরুল হুদা মারা গেছেন। বুধবার ভোর ২টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ২২ সেপ্টেম্বর তিনি শতভাগ দগ্ধ হন। নুরুল হুদা (পি.এন: ৫০১৫৬০) ২০০৭ সালের ২৯ মার্চ ফায়ার সার্ভিসে যোগ দেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা।...