টঙ্গীতে রাসায়নিক গুদামের আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ আরেকজন ফায়ার ফাইটার মারা গেছেন। টঙ্গী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ নুরুল হুদা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। বুধবার বেলা পৌনে তিনটার দিকে তার মৃত্যু হয় বলে ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান। দুদিন আগের ওই অগ্নি দুর্ঘটনায় এ নিয়ে দুজন ফায়ার ফাইটারের মৃত্যু হল। আরো দুজন বর্তমানে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তালহা বিন জসিম বলেন, ৩৮ বছর বয়সী নুরুল হুদার শরীরের পোড়ার মাত্রা ছিল ১০০ শতাংশ। গত সোমবার টঙ্গীর সাহারা মার্কেটে একটি রাসায়নিকের কারখানায় আগুন নেভাতে গিয়ে চার ফায়ার ফাইটার দগ্ধ হন। তাদের মধ্যে শামীম আহমেদ (৪০) মঙ্গলবার বিকালে মারা যান। তার শরীরেও পোড়ার মাত্রা ছিল ১০০ শতাংশ। বার্ন ইনস্টিটিউটে এখন চিকিসাধীন...