যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন এইচ-১বি ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করেছে। ভিসার লটারি পদ্ধতি বাতিলের পরিকল্পনা করছে মার্কিন প্রশাসন। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণায় এইচ-১বি ভিসা আবেদন ফি ১ লাখ ডলার করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট (ডিএইচএস) জানিয়েছে, তারা বিদ্যমান লটারি সিস্টেম বাদ দিয়ে বেতনভিত্তিক ওয়েটেড সিলেকশন প্রক্রিয়া চালু করতে চায়। ডিএইচএস এক বিবৃতিতে জানায়, উচ্চ দক্ষতা এবং উচ্চ বেতনের বিদেশি কর্মীদের জন্য এইচ-১বি ভিসা নিশ্চিত করার লক্ষ্যে এই পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। তবে সব বেতন স্তরের কর্মীর জন্য সুযোগ রাখা হবে। নতুন প্রস্তাব অনুযায়ী, যাদের বার্ষিক বেতন ১ লাখ ৬২ হাজার ৫২৮ ডলার বা তার বেশি, তারা চারটি করে প্রবেশাধিকার পাবেন লটারিতে। অর্থাৎ, তাদের নির্বাচিত হওয়ার সম্ভাবনা বাড়বে। অন্যদিকে,...