গত মার্চের পর আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জনপ্রিয়তা নিয়ে আবারো জরিপের ফল প্রকাশ করেছে ইনোভেশন নামে একটি প্রতিষ্ঠান। পিপলস ইলেকশন পোলস সার্ভের ২য় পর্যায়ে যথারীতি ভোটারদের মধ্যে জনপ্রিয়তায় এগিয়ে আছে বিএনপি। ৪০ শতাংশের বেশী ভোটার এখনো বিএনপির পক্ষে। ২৮ শতাংশ ভোটারদের সমর্থন পেয়ে ২য় অবস্থানে জামায়াতে ইসলাম। তবে গত মার্চের তুলনায় আওয়ামী লীগের প্রতি প্রায় চার শতাংশ সমর্থন বেড়ে ১৮ শতাংশ সমর্থন নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দলটি । জরিপে এনসিপির জনপ্রিয়তা উল্টে এক শতাংশ কমে পাঁচ থেকে চারে নেমে এসেছে। জরিপে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক কার্যক্রম নিয়ে ভোটারদের মধ্যে সমর্থন বেড়েছে জামায়াতের প্রতি। ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে থাকলেও, রংপুরে জামায়াত এবং বরিশালে আওয়ামী লীগ এগিয়ে আছে। জরিপে ভোট দেওয়ার ক্ষেত্রে প্রতীক বা দলীয় ইশতেহার নয়,...