বেসরকারি সংস্থা ইনোভিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের নতুন একটি জরিপ প্রকাশ করেছে। এই জরিপে সুস্পষ্ট ব্যবধানে বিএনপি এগিয়ে রয়েছে। আজ বুধবার এ জরিপ প্রকাশ করে সংস্থাটি। এক জরিপে দেখা গেছে, ৩৯.১ শতাংশ ভোটার মনে করছেন আগামী সরকার গঠনের জন্য বিএনপি সবচেয়ে যোগ্য দল। অন্যদিকে ২৮.১ শতাংশ মানুষ মনে করে জামায়াত সরকার গঠন করবে। জরিপে আওয়ামী লীগকে সমর্থন দিয়েছেন ১৭.৭ শতাংশ ভোটার। এছাড়া, জাতীয় নাগরিক পার্টি (এসসিপি) পেয়েছে ৪.৯ শতাংশ সমর্থন এবং অন্যান্য দলের জন্য রয়েছে ১০.২ শতাংশ সমর্থন। জরিপ অনুযায়ী, এনসিপির ভোটার বা সমর্থন কমলেও আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন বেড়েছে। আজ বুধবার এক বৈঠকে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াৎ সারওয়ার। 'জনগণের নির্বাচন ভাবনা' বিষয়ক এই জরিপে সহযোগিতা করেছে বিআরএআইএন ও ভয়েস ফর...