সুপার ফোরে প্রথম ম্যাচে ভারতের কাছে হারের ক্ষত নিয়ে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে জয় তুলেছে পাকিস্তান। ঘুরে দাঁড়িয়ে ফাইনাল খেলার স্বপ্ন বুনছে দলটি। অলরাউন্ডার তালাত হুসাইন বলছেন, শ্রীলঙ্কার বিপক্ষে তেমন কোন অনুভূতি হয়নি প্রথম ম্যাচে ভারতের সঙ্গে হারার পর যতটা খারাপ লেগেছিল। ভারত-পাকিস্তান এশিয়া কাপে চলতি আসরে দুটি ম্যাচ খেলেছে। দুটিতেই হারের স্বাদ পেয়েছে সালনা আঘার পাকিস্তান। সেসব ঠেলে ভারতের বিপক্ষে ফাইনালে খেলার পথ খুঁজছে দলটি। তালাত বলেছেন, ‘সামনের ম্যাচ নিয়ে তেমন কোন চাপ নেই। যদিও গুরুত্বপুর্ণ ম্যাচের আগে সমালোচনায় অনেক প্রভাব পড়ে। যেমন লক্ষ্য ভারতের বিপক্ষেই ফাইনাল খেলার।’ তালাত ইঙ্গিত করেছেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচের কথাও। সুপার ফোরে বাংলাদেশের হাতে দুই ম্যাচ থাকলেও পাকিস্তানের আছে একটি ম্যাচ। বুধবার রাতে দুবাইয়ে ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ।...