চীনের দক্ষিণ-পশ্চিমের কুইচৌ প্রদেশে বিশ্বের সবচেয়ে উঁচুতে নির্মিত সেতু হুয়াচিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ আগামী রবিবার যান চলাচলের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। বুধবার এক সংবাদ সম্মেলনে প্রাদেশিক পরিবহন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। সেতুটি পানির ওপর থেকে ৬২৫ মিটার (২০৫০ ফুট) উচ্চতায়। এর মূল স্প্যানের দৈর্ঘ্য ১ হাজার ৪২০ মিটার। এটি পাহাড়ি ক্যানিয়নের ওপর নির্মিত বিশ্বের সবচেয়ে বড় স্প্যানের স্টিল ট্রাস সাসপেনশন ব্রিজ। এতে ব্যবহৃত হয়েছে আধুনিক বায়ুপ্রতিরোধী নকশা। প্রাদেশিক পরিবহন বিভাগের পরিচালক চাং ইয়িন জানান, সেতুটি চালু হলে দুই তীরের মধ্যে ভ্রমণ সময় দুই ঘণ্টা থেকে কমে দুই মিনিটে নেমে আসবে। সেতুর পাশেই গড়ে তোলা হয়েছে...