চলতি বছরেও ডেঙ্গুর প্রকোপ থেকে রেহাই মিলছে না রাজধানীবাসীর। প্রায় প্রতি মাসেই ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হচ্ছে। গত ২১ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তর এক দিনে ডেঙ্গুতে ১২ জনের মৃত্যুর খবর জানিয়েছে, যা চলতি বছরে দিনের হিসাবে সর্বোচ্চ। হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে ঢাকাসহ দেশের প্রায় সব সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের সামলানো কঠিন হয়ে পড়েছে। এতকিছুর মধ্যেও থেমে থেমে বৃষ্টি, হাসপাতালগুলোর ভেতর ও চারপাশের নোংরা পরিবেশ; রোগী এবং তাদের স্বজন, এমনকি চিকিৎসক-নার্সদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে ডেঙ্গু। রাজধানীর বড় বড় হাসপাতালগুলো রোগীর চাপ সইতে না পেরে বাড়িয়ে দিয়েছে মৃত্যুঝুঁকি। স্বয়ং স্বাস্থ্য অধিদপ্তর স্বীকার করেছে, হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপ সামলাতে না পারায় এবার মৃত্যুর হার তুলনামূলক বেশি হচ্ছে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে— হাসপাতালগুলোর চারপাশে যদি জলাবদ্ধতা, নোংরা পরিবেশ এবং...