২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ভোলাহাট উপজেলার চামুচা ও চাঁনশিকারী বিওপি’র মধ্যবর্তী এলাকায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর টহলদল তাদের আটক করে। বিজিবি জানায়, আটক ব্যক্তিদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তারা দীর্ঘদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বিভিন্ন স্থানে কাজ করছিল। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেফতার করে সাজাভোগ শেষে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে বিএসএফ কর্তৃক বাংলাদেশ সীমান্তে পুশ-ইন করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা রাজশাহী, যশোর, কুড়িগ্রাম, খুলনা, ঢাকা, নড়াইল ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। বিজিবি আরও জানায়, আটককৃতদের...