চট্টগ্রাম:আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) শিক্ষার্থীরা ১৫ দফা দাবি আদায়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে তারা এই ঘোষণা দেন।বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে পুনরায় ক্যাম্পাসে উপস্থিত হবার কর্মসূচি দিলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এদিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও অফিস বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে শিক্ষার্থীরা আন্দোলনের ঘোষণা দিলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীদের তেমন উপস্থিতি দেখা যায়নি। জানা গেছে, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার থেকে ১৫ দফা দাবি আদায়ে আন্দোলন শুরু করেন। দাবি পেশ করার পর তারা মঙ্গলবার রাতের মধ্যে এ বিষয়ে একটি রোডম্যাপ চেয়েছিলেন কর্তৃপক্ষের কাছে। কিন্তু কর্তৃপক্ষের বক্তব্য শিক্ষার্থীদের পছন্দ হয়নি। তারা...