নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গ্লোব এডিবল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের সিড ক্রাশিং সেকশনে এই আগুন লাগে। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় দুপুর ১টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফ্যাক্টরি কর্তৃপক্ষের মতে, অগ্নিকাণ্ডে সিড ক্রাশিং সেকশনের বেশিরভাগ যন্ত্রপাতি এবং কাঁচামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। প্রতিষ্ঠানের অ্যাডমিন (প্রশাসন) ব্রিগেডিয়ার আশরাফ...