যশোর: শহরে লাইসেন্সবিহীন অটোরিকশা ও ইজিবাইক বন্ধে অভিযান শুরুর ঘোষণা দিয়েছে পৌর প্রশাসন। এর বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছেন শ্রমিকেরা।বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শহরের নানা প্রান্তে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন, অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেন। এর প্রভাবে শহরে চলাচলকারী মানুষেরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। বিক্ষোভের কারণে শহরে রিকশার সংখ্যা কম থাকায় অনেককে দীর্ঘ পথ হেঁটে পাড়ি দিতে হয়েছে। সকালে শ্রমিকেরা প্রথমে মুজিব সড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। এতে সড়কটিতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে তারা পৌর ভবন ঘেরাও করেন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেও বিক্ষোভ প্রদর্শন করেন। শ্রমিকদের এই প্রতিবাদ কর্মসূচি শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। আশ্রম রোড, প্রেসক্লাব চত্বর, আইনজীবী সমিতি মোড়, জেলা পরিষদ মোড়, দড়াটানা ভৈরব চত্বর, গরীব শাহ সড়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে তারা অবস্থান নেন।...