এশিয়া কাপের সুপার ফোরে ভারত-বাংলাদেশ ম্যাচ ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। কাগজে-কলমে ভারত শক্তিশালী হলেও শ্রীলঙ্কার বিপক্ষে আগ্রাসী ক্রিকেট খেলে জয় পাওয়ায় বাংলাদেশও আত্মবিশ্বাসী।ভারতের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে বলে মত দিয়েছেন ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়া। বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জ—আজ ভারতের সঙ্গে লড়াই, আর পরের দিনই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে। আকাশের মতে, পাকিস্তানের ম্যাচ তুলনামূলক সহজ হলেও ভারতের বিপক্ষে সব শক্তি দিয়েই খেলতে হবে লিটন দাসদের। তিনি বলেন, ‘বাংলাদেশকে বিশ্বাস রাখতে হবে যেভাবে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, সেভাবেই ভারতকেও হারাতে পারবে। ইতিমধ্যেই তারা প্রমাণ করেছে, প্রায় বাদ পড়ার অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে পারে। ভারত যদি পয়েন্ট টেবিলে এক নম্বরে থাকে, তাহলে বাংলাদেশ দুই নম্বরে। ’ বাংলাদেশ দলের সময়সূচী কঠিন মনে করছেন আকাশ। তিনি বলেন, ‘পরপর দুটি ম্যাচ খেলা সহজ...