ঢাকার টঙ্গীতে একটি রাসায়নিকের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণ করতে গিয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী দগ্ধ হন। তাদের মধ্যে শতভাগ দগ্ধ ফায়ার ফাইটার নুরুল হুদাও মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ নিয়ে টঙ্গীর কেমিক্যাল দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে দুজন মারা গেলেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ২টা ৪০ মিনিটের দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফায়ারফাইটার নুরুল হুদার ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছে। মেয়ে ৫ম শ্রেণিতে পড়াশোনা করেন। ছেলের বয়স ৩ বছর। ফায়ারফাইটার নুরুল হুদার স্ত্রী ৯ মাসের অন্ত:সত্ত্বা। এর আগে দগ্ধ ফায়ার ফাইটার শামীম আহমেদ গতকাল মারা গেছেন। এর আগে সোমবার (২২ সেপ্টেম্বর) বিকালে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় একটি কেমিক্যাল গোডাউনে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস সদর...