কলকাতার ভারী বর্ষণ ও অপ্রতুল ড্রেনেজ ব্যবস্থা শহরের পুজো মণ্ডপগুলোকে জলমগ্ন করেছে। শহরের বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি জমে প্রতিমা, বাঁশের কাঠামো ও সাজসজ্জা ক্ষতির মুখে। মণ্ডপ কমিটিগুলোর দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে পুজোর প্রস্তুতি ব্যাহত হবে এবং দর্শনার্থীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। প্রশাসন ইতোমধ্যে জরুরি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে। এবারের পরিস্থিতি কলকাতার দুর্গাপুজোর আনন্দকে হুমকির মুখে ফেলেছে, কিন্তু দ্রুত ব্যবস্থা নিলে পুজো স্বাভাবিকভাবে উদযাপিত হতে পারবে। বাগুইআটির অর্জুনপুরের আমরা সবাই এবারের অন্যতম বড় পুজোগুলোর একটি। ইতোমধ্যে ভিড় জমতে শুরু করেছিল সেই মণ্ডপে। উদ্যোক্তাদের তরফে মৌসুমি নস্কর বলেন, আমাদের মণ্ডপের বিশেষ ক্ষতি হয়নি। বিদ্যুৎ বা আলোকসজ্জাও অটুট। তবে যা বৃষ্টি হয়েছে, তাতে রাস্তাতে তো জল জমেছে। তবে একরাশ উদ্বেগ নিয়ে দেশপ্রিয় পার্কের উদ্যোক্তা সুদীপ্ত কুমার বলছেন, পুজোয়...