ভারতের কিশোর ব্যাটসম্যান বৈভব সূর্যবংশী এই বয়সেই রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত করেছেন। ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে অনুষ্ঠিত অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় যুব ওয়ানডেতে গড়েছেন ছক্কার বিশ্বরেকর্ড। মাত্র ১০ ইনিংসে ৩৯ ছক্কা হাঁকিয়ে যুব ওয়ানডেতে সর্বাধিক ছক্কার বিশ্বরেকর্ড গড়ে ফেললেন ১৪ বছরের এই কিশোর। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত সূর্যবংশী এদিন ধীরস্থিরভাবে ইনিংস শুরু করেন। প্রথম ১০ ওভারে ৩৮ বলে করেন মাত্র ২০ রান, যেখানে ছিল কেবল দুটি চার ও একটি ছক্কা। কিন্তু পাওয়ারপ্লে শেষ হতেই বদলে যায় তার রূপ। ১২তম ওভারে হেইডেন শিলারকে টানা দুটি ছক্কা ও একটি চার হাঁকিয়ে হাত খোলেন। এরপর জন জেমস ও কেসি বার্টনের ওভারেও ঝড় বইয়ে দেন এই বাঁহাতি ব্যাটার। তার ৬৮ বলে ৭০ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ৬টি ছক্কা। এটি ছিল...