জোনাকি পোকার আলো আবিষ্কারের ইতিহাস খুবই পুরোনো। ফরাসি নাগরিক রেনে আন্তোইন ফেরচল্ট ডি রেউমুর প্রথম এই পোকার আলোর রহস্য উন্মোচন করেছেন। তিনি ১৭২৯ সালে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। যেখানে জোনাকি পোকার আলোর রাসায়নিক প্রক্রিয়া বর্ণনা করেছেন। জোনাকির দেহে লুসিফেরিন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে। এই লুসিফেরিন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আলো উৎপন্ন করে। এই প্রক্রিয়াকে বলা হয় বায়োলুমিনেসেন্স। আর বিশেষ প্রক্রিয়ায় জোনাকি পোকা অক্সিজেনের সরবরাহ নিয়ন্ত্রণ করে থাকে, যা মূলত মিট মিট করে আলো জ্বালার পেছনে ভূমিকা রাখে। অক্সিজেন সরবরাহের ওপর নির্ভর করে থাকে কখন আলো জ্বলবে এবং নিভবে। এরা যখন অক্সিজেন সরবরাহ বন্ধ করে দেয়, তখন আলো নিভে যায় এবং অক্সিজেন সরবরাহ করলে বিক্রিয়া শুরু হয়ে আলো জ্বলে ওঠে। পরিবেশ বদলে যাচ্ছে, রসায়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে প্রকৃতি। জোনাকির...