টঙ্গীর সাহারা মার্কেটে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের পর থেকে বন্ধ রয়েছে টঙ্গীর রাসায়নিক মার্কেটখ্যাত সমবায় কমপ্লেক্স। আবাসিক এলাকায় প্রতিষ্ঠিত শতাধিক রাসায়নিক দোকানের পাইকারি এই মার্কেট ঘিরে এখন চলছে জল্পনা-কল্পনা। কোনো দুর্ঘটনা হলে আবাসিক বাসিন্দারা কতটুকু নিরাপদ থাকতে পারবেন তা নিয়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। বুধবার (২৪ সেপ্টেম্বর) সরেজমিন পরিদর্শনে গিয়ে এ তথ্য জানা যায়। অনুসন্ধানে জানা গেছে, টঙ্গী স্টেশন রোডে অবস্থিত সমবায় কমপ্লেক্স মার্কেট। আবাসিক এলাকার সঙ্গেই তিন তলা বিশিষ্ট এই ভবনে শতাধিক রাসায়নিক দোকান রয়েছে। এখানে বিক্ষিপ্তভাবে থাকা রাসায়নিক গুদাম থেকে এই মার্কেটে রাসায়নিক আসে। এ সব দোকান থেকে পাইকারি দরে বিক্রি হচ্ছে রাসায়নিক। দোকানগুলোর একাধিক কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, কোনো দোকানেই অভিজ্ঞ কর্মচারী বা কর্মকর্তা নেই। কোনো রাসায়নিক কিভাবে বহন বা সরবরাহ করতে হয়, সে সম্পর্কে...