নিজস্ব প্রতিবেদক: টানা চার কার্যদিবসে ১৮৬ পয়েন্ট পতনের পর শেয়ারবাজারে অবশেষে দেখা দিয়েছে উত্থান। গতকাল (২৩ সেপ্টেম্বর) থেকেই সূচক ঊর্ধ্বমুখী হওয়ার ধারা শুরু হয়, আর সেই ধারাবাহিকতায় আজও সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচক ও লেনদেন বেড়েছে। একইসঙ্গে টাকার অংকে লেনদেন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর বেড়েছে। এতে বিনিয়োগকারীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বাজার সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি বাজারে স্থিতিশীলতার কারণে বিনিয়োগকারীরা পুরোদমে লেনদেন শুরু করেছিলেন এবং অনেকেই লোকসান কাটিয়ে মুনাফা তুলতে শুরু করেছিলেন। ঠিক সেই সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর কাছে একটি বিতর্কিত চিঠি ইস্যু হয়। ওই চিঠিকে কেন্দ্র করে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার ফলে বিনিয়োগকারীরা লেনদেন থেকে বিরত হতে শুরু করেন এবং টানা পতনের কবলে পড়ে বাজার। তবে স্টক এক্সচেঞ্জ,...