ভারতের রাজধানী দিল্লির বসন্ত কুঞ্জ এলাকার একটি আশ্রমের ‘বাবার’ বিরুদ্ধে ১৭ নারী শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে তাঁর বিরুদ্ধে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, যৌন হেনস্তার অভিযোগে শ্রী শারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের পরিচালক স্বামী চৈতন্যানন্দ সরস্বতী ওরফে পার্থ সারথির বিরুদ্ধে মামলা হয়েছে। অর্থনৈতিকভাবে দুর্বল (ইডব্লিউএস) ক্যাটাগরিতে বৃত্তি দেওয়ার মাধ্যমে স্নাতকোত্তর ম্যানেজমেন্ট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীদের হয়রানি করতেন তিনি। ওই প্রতিষ্ঠানের অন্তত ৩২ জন শিক্ষার্থীর মধ্যে ১৭ জন অভিযোগ করেন, স্বামী চৈতন্যানন্দ তাদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেছেন, অশালীন মেসেজ পাঠিয়েছেন এবং জোরপূর্বক শারীরিকভাবে স্পর্শ করেছেন। নারী শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারাও অভিযুক্তের কথা শুনতে তাদের চাপ দিয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। শিক্ষার্থীরা দাবি করেন, অভিযুক্তের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিয়েছিল আশ্রমে...