ভারতে বছরে কোটি রুপি আয়ের নাগরিকের সংখ্যা দ্রুত বাড়ছে। হুরুন ইন্ডিয়ার সাম্প্রতিক সমীক্ষা বলছে, গত ছয় অর্থবছরে এ সংখ্যা প্রায় তিন গুণ বেড়েছে। বিশেষজ্ঞদের মতে, আগামী বছরগুলোতে ধনীদের সংখ্যা আরও বাড়বে। দেশের সবচেয়ে বেশি সম্পদশালী মানুষের বসবাস মুম্বাইয়ে। ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী ‘মার্সিডিজ-বেঞ্জ হুরুন ইন্ডিয়া ওয়েলথ ২০২৫’ শীর্ষক সমীক্ষায় জানানো হয়, আয়কর রিটার্নের তথ্য অনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরে বছরে অন্তত এক কোটি রুপি রোজগার করতেন প্রায় ৮১ হাজার ভারতীয়। ২০২৩-২৪ অর্থবছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৭ হাজারে। এছাড়া সেন্ট্রাল ইনস্টিটিউশনাল রিসার্চের তথ্যে বলা হয়, আগের পাঁচ বছরে ১০ কোটি রুপি রোজগারকারীর সংখ্যা বেড়েছে ৬৩ শতাংশ। ২০২৪ সালে বছরে ১০ কোটি রুপি আয়ের মানুষের সংখ্যা ছিল ৩১ হাজার ৮০০। একই সময়ে বছরে ৫০ লাখ রুপি আয়কারীর সংখ্যা বেড়েছে ২৫ শতাংশ।...