মুখোমুখি পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। কুড়ি কুড়ির ক্রিকেটে ১৬ বার হেরে ভারতের বিপক্ষে একবার মাত্র জিতেছে বাংলাদেশ। শক্তিমত্তায় ঢের পিছিয়ে। তবে এশিয়া কাপের সুপার ফোরে টাইগারদের খর্বশক্তির দেখছে না ভারত। সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচেও তাই দলের মূল পেসার জাসপ্রিত বুমরাহকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে না ভারত। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাটের কথায় তেমনই ইঙ্গিত। বুমরাহকে বিশ্রাম দেওয়া প্রসঙ্গে গতকাল রায়ান বলেছেন, ‘রাতেই (আগামীকাল (আজ) রাতে আমাদের ম্যাচ। এরপর পয়েন্ট টেবিল সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে পারব। এমন নিশ্চিত হওয়া কঠিন যে, আপনি ফাইনালে উঠে গেছেন শেষ ম্যাচের আগেই। তাই আমি বলব তাকে বিশ্রাম দেওয়ার সম্ভাবনা কম।’ আজ রাত সাড়ে আটটার ম্যাচে ভারত তাদের একাদশে বুমরাহকে পাচ্ছে। যা বাংলাদেশের জন্য সমস্যার হতে পারে। তবে ওয়ার্কলোডের আন্ডারে থাকা বুমরাহ শ্রীলঙ্কার বিপক্ষে...