টানা দুটি এসএ গেমসে বাংলাদেশের হয়ে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ঘরোয়া আসরেও অপ্রতিদ্বন্দ্বী। জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়ের পাশাপাশি নিজের রেকর্ড ভেঙে চলছেন। আজ (বুধবার) ৪১তম পুরুষ এবং ১৮তম মহিলা জাতীয় সিনিয়র ভারোত্তোলন প্রতিযোগিতায় ২১০ কেজি ভার উঠিয়ে নতুন রেকর্ড গড়েছেন মাবিয়া। এই রেকর্ড গড়ে সেরা নারী ভারোত্তোলকের পুরস্কারও উঠেছে তার হাতে। মাবিয়া আক্তার সীমান্ত ৬৯ কেজি ওজন শ্রেণিতে খেলেছেন। আজ ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি এবং স্ন্যাচে ৯২ কেজি তুলেছেন। দুটি মিলিয়ে তিনি মোট ২১০ কেজি তুলেছেন। যা দেশের নারী ভারোত্তোলনে নতুন রেকর্ড হয়েছে। রেকর্ড গড়ে মাবিয়া সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আজ যে ভার তুলেছি, এটা আমার ক্যারিয়ার এবং বাংলাদেশেরও সেরা। এর আগে আমি ক্লিন অ্যান্ড জার্কে ১১৬ আর স্ন্যাচে ৮৯...