লন্ডনের রয়্যাল ফেস্টিভ্যাল হলে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের বুকার প্রাইজের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে।বিচারকমণ্ডলীদের সভাপতি ও ১৯৯৩ সালে বুকার প্রাইজ বিজয়ী লেখক রডি ডোয়েল বলেন, “উপন্যাসগুলো ‘অত্যন্ত সুন্দরভাবে লেখা এবং অত্যন্ত মানবিক’, শুনতে হয়ত কিছুটা ক্লিশে মনে হতে পারে, কিন্তু উপন্যাসগুলো পড়ার সময় আমার মনে হয়েছে ‘যদি একটু কম অহংকার থাকত, তাহলে ভালো গল্প হতে পারত’, কিন্তু আমার মনে হয় না এই বইগুলোর মধ্যে অহংকার আছে।”এবছর বিচারক হিসেবে ছিলেন বুকার প্রাইজের দীর্ঘ তালিকাভুক্ত ঔপন্যাসিক আয়োবামি আদেবায়ো; অভিনেত্রী, প্রযোজক ও প্রকাশক সারা জেসিকা পার্কার; লেখক, সম্প্রচারক ও সাহিত্য-সমালোচক ক্রিস পাওয়ার; এবং নিউ ইয়র্ক টাইমসের বেস্টসেলার ও বুকার প্রাইজের দীর্ঘ তালিকাভুক্ত লেখক কাইলি রেইড। ক্রিস পাওয়ার বলেছেন, “এই বইগুলোর মধ্যে একটা সাধারণ বৈশিষ্ট্য রয়েছে: সবগুলো উপন্যাসই পিতা-মাতা ও সন্তানের মধ্যে খুব শত্রু-ভাবাপন্ন...