বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বলেছে, হালকা থেকে মাঝারি ব্যথা ও জ্বর কমানোর ক্ষেত্রে প্যারাসিটামল প্রথম পছন্দের ওষুধ।গবেষণায় দেখা গেছে, এটি কার্যকর- তীব্র মাথাব্যথা বা মাইগ্রেন- অস্ত্রোপচারের পর ব্যথা- প্রসব-পরবর্তী ব্যথায়তবে কম কার্যকর বা সীমিত ফল দেয় :হাঁটুর আর্থ্রাইটিস, কোমরের ব্যথা বা ক্যানসার-সংশ্লিষ্ট ব্যথায়গর্ভাবস্থায় ব্যথা বা জ্বর হলে প্রথমে ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করুন, যেমন বিশ্রাম, হালকা স্নান বা গরম পানির ব্যাগ। তবে যদি ওষুধ লাগেই, তাহলে প্যারাসিটামল এখনো চিকিৎসকদের কাছে সবচেয়ে নিরাপদ বিকল্প।তবে অবশ্যই মনে রাখবেন- নিজের ইচ্ছেমতো ওষুধ খাবেন না- চিকিৎসকের পরামর্শ ছাড়া ডোজ বাড়াবেন না- প্যারাসিটামল আছে এমন একাধিক ওষুধ একসাথে খাবেন নাগবেষণা এখনো চলছে। অটিজম অনেক জটিল একটি অবস্থা যার পেছনে জেনেটিক এবং পরিবেশগত নানা কারণ কাজ করতে পারে। শুধুমাত্র একটি ওষুধকে দায়ী করা বিজ্ঞানসম্মত নয়।সতর্ক হোন, সচেতন...