জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার ঠিক আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে হঠাৎ থেমে যাওয়া এস্কেলেটর বেয়ে হেঁটে উঠতে হয়। এই অস্বস্তিকর ঘটনার পর হোয়াইট হাউস থেকে সম্ভাব্য নাশকতার অভিযোগ তোলায় একে দুর্ঘটনাজনিত ঘটনা বলে ব্যাখ্যা দিয়েছে জাতিসংঘ। আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ট্রাম্পের বক্তৃতার আগে ঘটে এই ঘটনা। হঠাৎ এস্কেলেটর বন্ধ হয়ে যাওয়ায় ট্রাম্প ও মেলানিয়াকে হাঁটতে হয়। এরপর হোয়াইট হাউস থেকে বলা হয়, যদি কোনো জাতিসংঘ কর্মী ইচ্ছাকৃতভাবে এস্কেলেটর বন্ধ করে থাকে, তাহলে তাকে অবিলম্বে বরখাস্ত করে তদন্ত করতে হবে। তবে জাতিসংঘ দ্রুতই ওই অভিযোগ খারিজ করে দেয়। সংস্থাটির মুখপাত্র স্টিফান দুযারিক বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, প্রেসিডেন্টের প্রতিনিধিদলের একজন ভিডিওগ্রাফার ট্রাম্প ও ফার্স্ট লেডির আগে এস্কেলেটরে ওঠেন...