চাঁদে বরফ খোঁজার রোভার মিশনটি আবার চালুর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটি ঘোষণা করেছে, ‘ভলাটাইলস ইনভেস্টিগেটিং পোলার এক্সপ্লোরেশন রোভার’ বা ভাইপার নামের প্রকল্পটি গত বছর বারবার বিলম্ব ও অতিরিক্ত খরচের কারণে বাতিল হয়েছিল। তবে মিশনটিকে আবার নাসার ‘কমার্শিয়াল লুনার পেলোড সার্ভিসেস’ বা সিএনপিএস প্রোগ্রামের অধীনে ২০২৭ সালে জেফ বেজোসের মহাকাশ কোম্পানি ‘ব্লু অরিজিন’-এর মাধ্যম চাঁদে পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের। তবে এর আগে, ‘ব্লু অরিজিন’কে পরিকল্পনা করতে হবে ও দেখাতে হবে কীভাবে নিরাপদে চাঁদের পৃষ্ঠে রোভারটি পৌঁছে দেবে তারা। এতে যদি নাসা সন্তুষ্ট হয় তবে ভাইপার রোভারটি কোম্পানিটির ‘ব্লু মুন মার্ক ১’ ল্যান্ডারের মাধ্যমে চাঁদে পাঠানো হবে বলে প্রতিবেদনে লিখেছে এনগ্যাজেট। এখনও পর্যন্ত চাঁদের মাটিতে নামেনি বা নামার চেষ্টা করেনি ব্লু অরিজিন। তবে ধারণা করা হচ্ছে, আরেকটি ‘কমার্শিয়াল...