তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আরব-মুসলিম নেতাদের বৈঠক ছিল “ফলপ্রসূ” এবং তিনি এর ফলাফলে “সন্তুষ্ট”। স্থানীয় সময় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত এ বৈঠকে ট্রাম্পের পাশাপাশি মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের নেতারা অংশ নেন। ইসরায়েল এতে অংশ নেয়নি। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস-এর তথ্য অনুযায়ী, ট্রাম্প গাজায় ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের পথ তৈরি করতে আরব ও মুসলিম দেশগুলোর সেনা পাঠানো এবং পুনর্গঠন ও তহবিল নিশ্চিত করার প্রস্তাব দিয়েছেন। তবে এ পরিকল্পনায় হামাসের কোনো ভূমিকা নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দুপক্ষই দাবি করেছে, হামাসকে নিরস্ত্র ও নির্মূল করতে হবে। ইসরায়েল সরাসরি বৈঠকে না থাকলেও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পরিকল্পনার খুঁটিনাটি জানানো হয়েছে বলে...