বলিউডের উঠতি নায়িকা জাহ্নবী কাপুর যেন একসঙ্গে দুই মঞ্চেই নিজের অবস্থান দৃঢ় করছেন-একদিকে আন্তর্জাতিক চলচ্চিত্রে সাফল্য, অন্যদিকে লাল গালিচায় ফ্যাশন সেন্স। সম্প্রতি তার অভিনীত হোমবাউন্ড সিনেমাটি অস্কারের জন্য মনোনীত হয়েছে, যা তাকে সমকালীন প্রজন্মের অভিনেত্রীদের ভিড়ে আলাদা মর্যাদা এনে দিয়েছে। ছবি: জাহ্নবীর ইনস্টাগ্রাম থেকে অস্কারযাত্রার এই আনন্দের মধ্যেই টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে জাহ্নবী হাজির হয়েছিলেন ইতালিয়ান বিলাসবহুল ব্র্যান্ড মিউ মিউ-এর এক ভিন্টেজ সাদা গাউনে। ওয়ান-শোল্ডার কাটের এই পোশাকে কালো পোলকা ডটের নিখুঁত সমন্বয়, সঙ্গে মিনিমাল জুয়েলারি আর হালকা মেকআপ-পুরো লুকটিকে দিয়েছে ক্লাসিক হোয়াইট এলিগ্যান্স। চুল রেখেছিলেন খোলা স্ট্রেইট লুকে, যা ভিন্টেজ ড্রেসটির সঙ্গে তৈরি করেছে নিখুঁত সামঞ্জস্য। দেশে ফিরে হোমবাউন্ড এর সাফল্যের আবহেই আরেকটি প্রিমিয়ারে জাহ্নবী বেছে নেন বলিউডের জনপ্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রার গোলাপি শিয়ার লেহেঙ্গা। স্লিভলেস টপ ও ফ্লেয়ার...