বছরজুড়ে মশার যন্ত্রণায় অতিষ্ঠ ঢাকাবাসীর কাছে রীতিমতো এক আতঙ্কের নাম ‘এডিস ইজিপ্টাই’। ডেঙ্গু জ্বরের জীবাণু বহনকারী এই মশা বর্ষা মৌসুম এলেই যেন আরও ‘ভয়ংকর’ হয়ে ওঠে। এ সময় মশা মারতে কর্তৃপক্ষও যেন একটু উদ্যোগী হয়। রাজধানীবাসীকে স্বস্তি দিতে প্রতি বছর বাজেট বাড়ানোর পাশাপাশি নতুন নতুন উদ্যোগ নিতেও দেখা যায়। এডিস মশা নিধনে ঢাকার দুই সিটি কর্পোরেশন (উত্তর-দক্ষিণ) বিভিন্ন সময়ে বিভিন্ন ‘থেরাপি’ ব্যবহার করেছে। মশা শনাক্তে ব্যবহার করা হয়েছে ড্রোন। পানিতে ছাড়া হয়েছে ব্যাঙ, হাঁস, তেলাপিয়া ও গাপ্পি মাছ। কিন্তু তাতে কি মশা কমেছে? এদিকে, গত এক বছর ধরে সিটি কর্পোরেশনে নেই কোনো ওয়ার্ড কাউন্সিলর। যথাযথ তদারকির অভাবে মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে নেওয়া বিভিন্ন কার্যক্রমের গতি শ্লথ হয়ে পড়ায় পরিস্থিতি এখন রীতিমতো নাজুক। হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগী। বিশেষজ্ঞরা আশঙ্কা...