টি-টোয়েন্টির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ভারত। কেবল এটাই সূর্যকুমারের দলের শক্তিমত্তা জানান দিতে যথেষ্ট হওয়ার কথা ছিল। সাম্প্রতিক পরিসংখ্যান ও ফর্ম সবকিছুই পক্ষে রয়েছে তাদের। ২০২৪ সাল থেকে খেলা ৩৫ টি-টোয়েন্টির ৩২টিতেই জিতেছে ভারত। তবে নির্দিষ্ট দিনে বাংলাদেশ যে কাউকে হারাতে পারে সেটা প্রতিপক্ষেরও জানা। শ্রীলঙ্কা হারিয়ে সুপার ফোর পর্ব শুরু করা লিটন দাসের দল আজও (বুধবার) সেই আশায় নামবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচের আগে সব পরিসংখ্যানই ভারতের পক্ষে থাকলেও, বাংলাদেশ আশা রাখতে চায় প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে সুর মিলিয়ে। তিনি বলেছেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কি করেছে সেটি নিয়ে চিন্তিত নই। এটি নতুন ম্যাচ। এ ম্যাচ নিয়ে আমরা ভাবছি। সাড়ে তিন ঘণ্টার ম্যাচে যতটা সম্ভব নিজেদের সেরাটা খেলে জয়ের...