তেইশতম ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়্যার্ডসে ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার’ হিসেবে সম্মানিত হয়েছেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। দক্ষ নেতৃত্ব, ব্যবসায়িক উদ্ভাবন এবং সমাজের প্রতি দায়বদ্ধতার অসামান্য অবদানের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে আহসান খান চৌধুরীর হাতে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ‘বিজনেস পারসন অব দ্য ইয়ার’ সম্মাননা তুলে দেন বলে প্রাণ-আরএফএল গ্রুপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, ডিএইচএল ওয়ার্ল্ডয়াইড এক্সপ্রেস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিয়ারুল হক এবং দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম এসময় উপস্থিত ছিলেন। প্রাণ-আরএফএল গ্রুপ বলছে, গত চার দশকে প্রাণ-আরএফএল গ্রুপের সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আহসান খান চৌধুরীর। তার...