নতুন ছবি ‘সোলজার’ শুরু করতে যাচ্ছেন শাকিব খান। দুইমাস যুক্তরাষ্ট্রে অবস্থান করে কদিন আগে দেশে ফিরে নতুন এই ছবির জন্য প্রস্তুত হচ্ছেন ঢাকাই সিনেমার এই তারকা। চলতি সপ্তাহে ‘সোলজার’ এর শুটিং শুরু হওয়ার কথা থাকলেও আরও এক সপ্তাহ পিছিয়েছে। ‘সোলজার’ সংশ্লিষ্টদের কাছ থেকে চ্যানেল আই অনলাইন জানতে পারে, ৫ অক্টোবর থেকে এ ছবির শুটিং শুরু হবে, ওইদিনই শাকিব শুটিংয়ে নামবেন। ইতোমধ্যে ‘সোলজার’ টিম সব প্রস্তুতি সম্পন্ন করেছেন, এমনকি শাকিব, তিশা, ঐশী, এবিএম সুমন ছাড়াও কাস্টিংয়ে চমক রেখেছে। দেশপ্রেম ও অ্যাকশন নির্ভর গল্পকে কেন্দ্র করে নির্মিত হবে ‘সোলজার’। বাংলাদেশ ছাড়াও ছবিটির শুটিং হওয়ার কথা রয়েছে থাইল্যান্ডে। এই সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট একজন জানান, দেশপ্রেমের সিনেমা মানে এতদিন দর্শক ছকে বাঁধা গল্প দেখেছে। কিন্তু সোলজার দিয়ে ‘জেন-জি’ থেকে শুরু করে সবশ্রেণির দর্শক নতুন...