বাংলাদেশের আর্থিক খাতে উদ্ভাবন ও অন্তর্ভুক্তির অগ্রদূত হিসেবে সিটি ব্যাংক এরই মধ্যে ডিজিটাল ন্যানো লোন, সিটি রেমিট ও ডিজিটাল এগ্রি লোনের মতো সেবা চালু করেছে। এসব উদ্যোগ ব্যাংকিং খাতে নতুন মানদণ্ড স্থাপন করেছে।ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এই সম্মাননা তাদের উদ্ভাবন, সুশাসন ও প্রভাবশালী সিএসআর কার্যক্রমের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি। পাশাপাশি এ অর্জন গ্রাহক, অংশীদার এবং সম্প্রদায়ের জন্য আরও মূল্য তৈরি করতে প্রতিষ্ঠানটিকে অনুপ্রাণিত করবে।উল্লেখ্য, ১৯৮৩ সালে ১২ জন দূরদর্শী উদ্যোক্তার সাহসী পদক্ষেপে জন্ম নেয় দেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক সিটি ব্যাংক। সে বছরের ২৭ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ব্যাংকটির প্রথম শাখা উদ্বোধন করা হয়, যার মাধ্যমে দেশের বেসরকারি ব্যাংকিং খাতের যাত্রা শুরু হয়। ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এই সম্মাননা তাদের উদ্ভাবন, সুশাসন ও প্রভাবশালী সিএসআর কার্যক্রমের ধারাবাহিক প্রচেষ্টার স্বীকৃতি।...