২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৩ পিএম ঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর শহরের বলুহর বাসস্ট্যান্ড ও সাফদারপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ওষুধ ফার্মেসির মালিককে জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী আনিসুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহের ওষুধ তত্ত্বাবধায়ক মিরাজুম মনিরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওষুধ ও কসমেটিক আইন ২০২৩ এর ৪০(খ) ধারায় সাফদারপুর বাজারের জননী ফার্মেসির মালিক শফিকুল ইসলাম (৫৫) কে ১০ হাজার টাকা এবং পৌর শহরের মাতৃ ফার্মেসির মালিক শ্যাম সুন্দর বিশ্বাস (৪০) কে ৫ শত টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার কাজী আনিসুল ইসলাম বলেন, ফিজিশিয়ান স্যাম্পল রাখা, বাইরে ওষুধ রাখা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে দুই প্রতিষ্ঠানকে সর্বমোট ১০ হাজার ৫...