মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল পুরস্কার পেতে চাইলে তাঁকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল মঙ্গলবার নিউইয়র্ক থেকে ফ্রান্সের বিএফএম টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন মাখোঁ। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তবে তাঁকে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে। শুধু ট্রাম্পেরই ক্ষমতা আছে ইসরায়েলকে যুদ্ধ শেষ করার জন্য চাপ দেওয়ার।’ মাখোঁ আরও বলেন, ‘আরেকটি কারণে তিনি আমাদের চেয়ে বেশি করতে পারেন। আমরা এমন কোনো অস্ত্র সরবরাহ করি না, যা গাজায় যুদ্ধ চালানোর জন্য ব্যবহৃত হয়। আমরা এমন কোনো সামগ্রী সরবরাহ করি না, যা গাজায় যুদ্ধ চালানোর সুযোগ করে দেয়। কিন্তু আমেরিকা তা করে।’ এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে এদিন ট্রাম্প...