জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রত্যেক বক্তাকে সাধারণত ১৫ মিনিট সময় দেওয়া হয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার সেই সীমা ভেঙে ফেলেছেন। ২৩ সেপ্টেম্বর সংস্থাটির অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে নির্ধারিত সময়ের কয়েক গুণ বেশি সময় ধরে ভাষণ দিয়েছেন ট্রাম্প। প্রায় ৫৭ মিনিট ধরে টানা বক্তব্য দেওয়ার মাধ্যমে সাধারণ পরিষদের অধিবেশনে দীর্ঘ সময় ধরে বক্তৃতা করার রেকর্ড গড়েছেন তিনি। এত সময় ধরে ভাষণ দেওয়াটা কেবল ট্রাম্পের ব্যক্তিগত রেকর্ডই নয়, বরং যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনও প্রেসিডেন্টের জাতিসংঘে দেওয়া দীর্ঘতম ভাষণও এটি। তবে ট্রাম্পের এই পুরো বক্তব্য ছিলো মিথ্যা দাবি ও ভুল তথ্যে ভরা। এমনটাই দাবি করা হয়েছে সংবাদমাধ্যম সিএনএন-এর এক প্রতিবেদনে। ট্রাম্পের দীর্ঘ বক্তব্য থেকে পাঁচটি মিথ্যা দাবি চিহ্নিত করেছেন সিএনএন-এর ফ্যাক্ট চেকাররা। নিজের...