ঢাকা: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বৈশ্বিক ফোরামে এক বিরল ও চমকপ্রদ মুহূর্তের জন্ম হয়েছে। একই মঞ্চে মুখোমুখি বসেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা এবং অবসরপ্রাপ্ত মার্কিন চার তারকা জেনারেল ডেভিড পেট্রাউস—যিনি একসময় শারাকে গ্রেপ্তার করেছিলেন। দুই পক্ষই এ সাক্ষাৎকে অস্বাভাবিক ও অপ্রত্যাশিত বলে মন্তব্য করলেও, তারা এটিকে নতুন এক অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন।উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের ৫০ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসেন বিদ্রোহী নেতা আহমেদ আল-শারা। চলতি বছরের জানুয়ারিতে তিনি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন।তবে আল-শারার অতীত অনেকটাই ভিন্ন। ইরাকে মার্কিন অভিযানের সময় তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেন। ২০০৬ সালে ডেভিড পেট্রাউসের নেতৃত্বাধীন মার্কিন বাহিনী তাকে গ্রেপ্তার করে এবং তিনি প্রায় পাঁচ বছর কারাভোগ করেন। পরে পেট্রাউস যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ)-র পরিচালক হিসেবেও দায়িত্ব...