ঢাকা: পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে ধারাবাহিক বিস্ফোরণে জাফর এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে শুক্রবার বেলুচিস্তানের মাসটাঙ ও খারান জেলার মাঝামাঝি এলাকায়।পাকিস্তানি দৈনিক ডন-এর বরাতে জানা যায়, জাফর এক্সপ্রেসটি কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশে যাত্রা করছিল। ভোরে কোয়েটা রেলস্টেশন ছাড়ার কিছুক্ষণ পরই মাসটাঙ এলাকায় রেললাইনে প্রথম বিস্ফোরণ ঘটে, ফলে ট্রেনটি থেমে যায়।নিরাপত্তা বাহিনীর ছাড়পত্র পাওয়ার পর ট্রেনটি আবার যাত্রা শুরু করে। এরপর কয়েক ঘণ্টা চলার পর খারান জেলার দাশত এলাকায় পৌঁছালে ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। এর জেরে ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়, যেগুলোর একটি উল্টে যায়।দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ট্রেনটিতে মোট ২৭০ জন যাত্রী ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা...