ফিলিস্তিনের সাংবাদিকরা এখন বিশ্বের সবচেয়ে সাহসী— এমন একটা সহজ সত্যও বিশ্বের তাবৎ বড় বড় সংবাদমাধ্যমের অনেকের কাছে গ্রহণযোগ্য মনে হবে না। কিন্তু আগেই বলে রাখি, লন্ডনে এক বিরাট সমাবেশে কথাটি বলেছেন বিখ্যাত ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদি হাসান। সাংবাদিকতাকে যারা নিছক পেশা ও ক্যারিয়ার মনে করেন, তাদের মাথায় এটি ঢুকবে না। কেবল সাংবাদিকতা নয়, বিভিন্ন পেশার প্রসঙ্গেই কথাটি খাটে। কিন্তু বিশ্বের মহৎ সাংবাদিকদের কাছে এটি একইসঙ্গে পেশা, নেশা ও জীবন। সাংবাদিকতার ইতিহাস এমন উদাহরণে ভরপুর, যেখানে সত্য, স্বাধীনতা ও নির্যাতিতদের পক্ষে কথা বলতে গিয়ে অনেকে শুধু ক্যারিয়ারই নয়, জীবনকেও ঝুঁকিতে ফেলেছেন বা উৎসর্গ করেছেন। আজ পৃথিবী যে ভয়ঙ্কর সন্ধিক্ষণে অবস্থিত এইসময়ে গাজা যেন বিশ্বব্যাপী নির্যাতিত মানুষের, মনুষ্যত্বের ও মানবতার শেষ ভরসা। একদিন ইতিহাসে লেখা হবে গাজায় নির্ধারিত হয়েছিল সুখ-দুঃখ-হাসি-কান্নাওয়ালা মানুষ এবং এআই-মানব...