দেশে নির্বাচনের হাওয়া বইছে জোরেশোরে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত রাজনৈতিক দলগুলো। ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে এবার ভোটের মাঠে থাকছে না ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। তাই নির্বাচনের মাঠে দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামীই এবার একে অপরের মূল প্রতিদ্বন্দ্বী। তবে বসে নেই ছোট রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। বড় দলের সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি তারাও যে যার মতো আসন ধরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। আরও পড়ুনআরও পড়ুনপিআর দাবি পূরণ না হলে জামায়াত কি ভোট থেকে সরে দাঁড়াবে? খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি তাদের যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য কিছু আসন ছেড়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আওয়ামী লীগবিরোধী দীর্ঘ...