ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে বহির্বিভাগের সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। প্রায় সাড়ে তিন হাজার রোগীকে তাদের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট পিছিয়ে দিতে হয়েছে। ব্যাংকক গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ত স্থানীয় সংবাদমাধ্যম নেশন থাইল্যান্ড-কে বলেন, আন্ডারগ্রাউন্ড স্টেশনের ছাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওপরে থাকা মাটি টানেলে প্রবাহিত হয়। এতে পার্শ্ববর্তী ভবনগুলোও হেলে যায়। তিনি জানান, সড়কের এক পাশ তুলনামূলকভাবে স্থিতিশীল থাকলেও ধসে যাওয়া অংশে নরম মাটি ও পর্যাপ্ত সাপোর্টিং স্ট্রাকচার না থাকায় বিপর্যয় ঘটে। ইন্টারনেটে ভিডিওটি নিয়ে নানারকম প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ লিখেছেন, এত কাছে দাঁড়িয়ে ছবি তুলতে যাওয়া বিপজ্জনক। আরেকজনের মন্তব্য,...