ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী তানিয়া বৃষ্টি অভিনীত নতুন নতুন নাটক ইউটিউবে প্রতিনিয়তই প্রকাশ পাচ্ছে। সেসব নাটক আবার দর্শকের কাছে অল্প সময়ের মধ্যেই বেশ সাড়া ফেলে। এরই মধ্যে অল্প সময়ের ব্যবধানে বৃষ্টি অভিনীত তিনটি নাটক প্রকাশিত হয়েছে। নাটকগুলো হচ্ছে ‘জামাই বউ বাটপার’ (পরিচালক মাসুদ রানা অনিক),‘ পানু হেটস রানু’ (পরিচালক মাসুদ রানা অনিক) ও ‘দাদির দাদাগিরি’ (পরিচালক শহীদ উন নবী)। তিনটি নাটকেই তিনটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। এর আগেও তানিয়া বৃষ্টি শহীদ উন নবীর বেশকিছু নাটকে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন। ‘দাদির দাদাগিরি’ নাটকে অভিনয় করেও তিনি বেশ সাড়া ফেলেছেন। যথারীতি অনিকের ‘জামাউ বউ বাটপার’ ও ‘পানু হেটস রানু’ নাটকে অভিনয় করেও বৃষ্টি বেশ সাড়া পাচ্ছেন। তানিয়া বৃষ্টি বলেন, ‘অনেক কষ্ট-সংগ্রামের...