ভারতের বিপক্ষে খেলার পরদিনই পাকিস্তানের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। টানা দুই দিনে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে মরুর দেশ দুবাইয়ের কঠিন আবহাওয়ায়। তাই কাজের চাপ সামলাতে মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের গতিদানব শোয়েব আখতার। বিশেষ করে মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রাখার কথা বলেছেন তিনি। শোয়েব আখতার বলেন, ‘অবশ্যই তাদের মূল ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া উচিত। বিশেষ করে মুস্তাফিজকে। আমি ওর দিকে নজর রাখছি। আমি এটা বলছি কারণ পাকিস্তানের বিপক্ষে খেলতে গিয়ে তারা খুব ক্লান্ত হয়ে পড়বে। পাকিস্তানের বিপক্ষে জয়ের সম্ভাবনা তো আছেই।’ ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় পাওয়া কঠিন বলেই মনে করছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে লড়াই করা তুলনামূলক সহজ হবে বলে জানান আখতার। সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাজিদ খান মনে করেন, বাংলাদেশ দল ব্যবস্থাপনার জন্যও এটি বড় পরীক্ষা। তিনি বলেন,...