২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম কুড়িগ্রামের চিলমারী রৌমারী ও রাজিবপুরের সাতজন জেলে ভারতে মাছ ধরতে গিয়ে বিএসএফের হাতে গ্রেপ্তার হয়ে এখন ভারতের একটি কারাগারে বন্দি রয়েছে। বৈধকাগজ পত্র না থাকায় অনুপ্রবেশের অভিযোগ তাদের গ্রেপ্তার করে ভারতীয় বিএসএফ। এদিকে, সেই জেলে পরিবারগুলো খেয়ে না খেয়ে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হয়েছিল। কিন্তু ত্রান সহায়তা নয়, তাদের দেশে ফেরত আনার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার নজর চেয়েছেন জেলে পরিবার গুলো। গ্রেপ্তার জেলেরা হলেন, চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের হরিনের বন্দ এলাকার মৃত আবুল হোসেনের ছেলে রাসেল মিয়া (৩৫), রমনা ব্যাপারী পাড়া এলাকার বাহাদুর মিয়ার ছেলে বিপ্লব মিয়া (৪৫), শামছুল হকের ছেলে মীর জাহান আলী (৪৫), মৃত এছাহক আলীর ছেলে বকুল...